সামির বিরুদ্ধে হাসিনের নতুন অভিযোগ

কলকাতা, ২৮ এপ্রিলঃ মহম্মদ সামির বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনছেন স্ত্রী হাসিন জাহান৷ ডোমেস্টিক ভায়োসেন্স, বিবাহ বর্হিভূত সম্পর্ক, পাক-যোগাযোগ, ম্যাচ ফিক্সিং এর মতো মারাত্মক অভিযোগের পর শনিবার আবারও একটি বিস্ফোরক মন্তব্য করলেন হাসিন৷ সামির বিরুদ্ধে আনা তাঁর নতুন অভিযোগ, নিজের আসল বয়স গোপন করে ভারতীয় দলে সুযোগ পেয়েছিল সামি৷

ফেসবুকে মহম্মদ সামির ড্রাইভিং লাইসেন্সের ছবি পোস্ট করে হাসিন লেখেন, ‘বন্ধুরা, এই হল শামির আসল বয়স৷ ও জাল পরিচয়পত্র তৈরি করে দেখিয়েছে ওর জন্মসাল ১৯৯০৷ সিএবি, বিসিসিআই সবাইকে বোকা বানিয়ে জাল সার্টিফিকেট তৈরি করে অনূর্ধ্ব ২২ দলে সুযোগ পেয়েছিল সামি৷’ ড্রাইভিং লাইসেন্সে বলা হয়েছে, সামি ১৯৮২ সালে জন্মেছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2vWcKkw

April 28, 2018 at 05:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top