কলকাতা, ০২ এপ্রিল- কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদের অঙ্গ হিসাবে বাংলাজুড়ে সোমবার ধর্মঘটে শামিল হচ্ছেন ছাত্র-ছাত্রীরা৷ দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন জারি রাখা হবে৷ এবং, প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যেতে তাঁরা পিছপা হবেন না বলেও জানানো হয়েছে৷ মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (এমসিআই)-র বিলোপ ঘটিয়ে ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি) গঠনের কথা বলছে কেন্দ্রীয় সরকার৷ তার জন্য বিলও পেশ করা হয়েছিল৷ তবে, শেষ পর্যন্ত দেশজুড়ে আন্দোলনের জেরে এই বিলে কিছু সংশোধন করা হয়েছে, এমনই মনে করছে সংশ্লিষ্ট বিভিন্ন মহল৷ তবে, একই সঙ্গে ওই সব মহলের তরফে জানানো হয়েছে, সংশোধনের কথা বলা হলেও মূল লক্ষ্য থেকে সরেনি কেন্দ্রীয় সরকার৷ যার জেরে, সংশোধনের পরেও ডাক্তারি, ডাক্তারি-শিক্ষা এবং চিকিৎসা পরিষেবা প্রাপ্তির ক্ষেত্রে সাধারণ মানুষও সমস্যায় পড়বেন বলে জানানো হয়েছে৷ আর, এই ধরনের পরিস্থিতির মধ্য সোমবার দেশজুড়ে প্রতিবাদ দিবসের ডাক দিয়েছে ছাত্র সংগঠন এআইডিএসও৷ পশ্চিমবঙ্গের প্রতিটি মেডিক্যাল এবং ডেন্টাল কলেজে সোমবার এই প্রতিবাদ দিবসের অঙ্গ হিসাবে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এই সংগঠন৷ এআইডিএসওর রাজ্য সভাপতি ডাক্তার মৃদুল সরকার বলেন, এনএমসি বিল প্রত্যাহারের দাবি জানাচ্ছি আমরা৷ এই বিলে যে সংশোধনের কথা বলা হচ্ছে, তাতে মূল লক্ষ্য থেকে সরছে না কেন্দ্রীয় সরকার৷ সংশোধনের আগে যে ধরনের বিভিন্ন বিষয় ছিল এই বিলে, এখনও সেই সব ঘুরিয়ে রাখা হয়েছে৷ আরও পড়ুন: পঞ্চায়েতের আগে ফের কংগ্রেসের ঘর ভাঙলেন মমতা এনএমসির মাধ্যমে ডাক্তারি এবং ডাক্তারি-শিক্ষার উপর কেন্দ্রীয় সরকার আমলাতান্ত্রিক ব্যবস্থা চালু করতে চাইছে বলে এআইডিএসও জানিয়েছে৷ একই সঙ্গে জানানো হয়েছে, আগামী দিনে ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া এবং নার্সিং কাউন্সিল অফ ইন্ডিয়ার ক্ষেত্রেও কমিশন গঠনের লক্ষ্য রয়েছে কেন্দ্রীয় সরকারের৷ সেই জন্য সোমবারের ধর্মঘটে পশ্চিমবঙ্গের ডেন্টাল মেডিক্যাল কলেজগুলিতেও এআইডিএসও ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে বলে জানানো হয়েছে৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ এআর/১০:২০/০২ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JeHEau
April 02, 2018 at 05:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top