পানিট্যাঙ্কিতে ৫ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ

খড়িবাড়ি, ১৮ এপ্রিলঃ নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে ৫ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী কিশোরের বিরুদ্ধে। খড়িবাড়ি থানায় অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে পসকো আইনে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, চলতি মাসের ৬ তারিখে ঘটনাটি ঘটেছে। পানিট্যাঙ্কির গৌড় সিংহ জোতের বাসিন্দা মেয়েটি প্রতিবেশীর বাড়িতে খেলতে গিয়েছিল। সেখানে ওই মেয়েটিকে জোর করে ধর্ষণ করে অভিযুক্ত যুবক। বাড়ি ফিরে মেয়েটি বিষয়টি পরিবারকে জানায়। এরপর মেয়েটিকে চিকিত্সার জন্যে নক্সালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকেরা। সেখান থেকে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। মেয়েটি সুস্থ হয়ে বাড়ি ফিরলে পরিবারের লোকেরা মঙ্গলবার খড়িবাড়ি থানায় ওই কিশোরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2qGCpaY

April 18, 2018 at 07:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top