দুর্গাপুর, ২৩ এপ্রিলঃ রোগী মৃত্যুর ঘটনার জেরে সোমবার দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে কর্মীদের মারধর ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠল। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়।
মৃত রোগীর নাম চন্দন দাস। তাঁর বাড়ি দুর্গাপুরের ফরিদপুর থানা এলাকার প্রতাপপুরে। গত শুক্রবার তাঁকে রাস্তা থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল ফরিদপুর স্বাস্থ্যকেন্দ্রে। সেখান থেকে তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয়। বিষক্রিয়ার জেরে চন্দন অসুস্থ বলে মহকুমা হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন। এরপর তাঁকে দুর্গাপুর সিটি সেন্টারে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়।
এদিন সকালে চন্দনের মামা ভাগ্নেকে দেখানোর জন্য বাঁকুড়া মেডিকেল কলেজের দুই চিকিৎসককে নিয়ে যান ওই বেসরকারি হাসপাতালে। প্রথমে ওই চিকিৎসকদের হাসপাতালে চন্দনকে দেখতে দেওয়া হয়নি বলে অভিযোগ। পরে ওই দুই চিকিৎসক চন্দনকে পরীক্ষা করে জানান তাঁর মৃত্যু হয়েছে।
চন্দনের আত্মীয়দের অভিযোগ, রোগীর দেহ আটকে রেখে অসৎ উপায়ে অর্থ উপার্জনের চেষ্টা করছিল হাসপাতাল। এরপর চন্দনের পরিবারের সদস্যদের বিরুদ্ধে হাসপাতালে ভাঙচুর ও কর্মীদের মারধরের অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2vCFCy7
April 23, 2018 at 05:27PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন