সংবিধানের ৩৭০ ধারা অস্থায়ী ব্যবস্থা নয়, জানাল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৪ এপ্রিলঃ জম্মু ও কাশ্মীরের বিশেষ ক্ষমতা আইন নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিল সংবিধানের ৩৭০ ধারা অনুযায়ী জম্মু ও কাশ্মীর যে বিশেষ সুবিধা পেয়ে থাকে তা কোনও অস্থায়ী বন্দোবস্ত নয়।

সংবিধানের ৩৭০ ধারা অনুযায়ী বিশেষ কিছু সুবিধা পেয়ে থাকে জম্মু ও কাশ্মীর। ওই ধারা নিয়ে রাজনৈতিক বিতর্ক বহুদিনের। কেন্দ্রে এনডিএ সরকার ক্ষমতায় আসার পর তা আরও তীব্র হয়েছে। এনিয়ে একটি মামলা হয় সুপ্রিম কোর্টে। ওই মামলার রায় দিতে দিয়ে মঙ্গলবার বিচারপতি একে গোয়েল ও আরএফ নরিম্যান বলেন, ‘২০১৭ সালে একটি মামলার রায়ে বলা হয়েছে সংবিধানের ৩৭০ ধারা কোনও অস্থায়ী ব্যবস্থা নয়।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2GVnUKG

April 04, 2018 at 01:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top