কলকাতা, ৩০ এপ্রিলঃ উত্তরবঙ্গের পাহাড় লাগোয়া বৌদ্ধ গুম্ফায় হামলার ছক বানচাল করেছিল এসটিএফ। তখনকার মতো থমকে গিয়েছিল জঙ্গিদের ছক। গোয়েন্দা সূত্রে খবর, সোমবার বুদ্ধপূর্ণিমার দিনটিতেই হামলার চেষ্টা করছে জামাতুল মুজাহিদিন ইন্ডিয়া (জেএমআই)। ‘রোহিঙ্গাদের উপর হওয়া অত্যাচারের বদলা নিতে’ আজকের দিনেই হামলা চালাতে পারে জঙ্গিরা। গোয়েন্দাদের কাছে পৌঁছেছে সতর্কবার্তা। নজর রাখা হচ্ছে বৌদ্ধমঠ ও গুম্ফাগুলির উপর।
গত জানুয়ারি মাসের শেষে হামলা থেকে রক্ষা পায় বুদ্ধগয়ার মহাবোধি মন্দির। মন্দিরের কালচক্র ময়দানে একটি খাবারের দোকানে বিস্ফোরণ ঘটানো হয়। পরে তল্লাশি চালিয়ে চার জায়গা থেকে জোরালো বিস্ফোরক উদ্ধার করা হয়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2jifK1v
April 30, 2018 at 05:14PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন