রায়গঞ্জ, ৩০ এপ্রিলঃ রায়গঞ্জে তৃণমূল প্রার্থীর ওপর খুনের চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। রবিবার রাতে রায়গঞ্জ থানার বীরঘই গ্রাম পঞ্চায়েতের পিপলান এলাকার ঘটনা। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। তৃণমূল প্রার্থী শিবনারায়ন দেবশর্মাকে খুনের হুমকি দেওয়ার পাশাপাশি তাঁকে ও আরও দুই তৃণমূল কর্মীকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগের তির বড়ো পিপলান সংসদের বিজেপি প্রার্থী রামকুমার দেবশর্মা ও তার প্রার্থীদের বিরুদ্ধে। রামকুমার দেব শর্মাকে গ্রেফতারের দাবিতে সোমবার রায়গঞ্জ থানায় বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। ঘটনায় রামকুমার দেবশর্মা সহ একাধিক বিজেপি কর্মীর বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে। রায়গঞ্জ থানার আইসি সুমন্ত বিশ্বাস জানান, ‘অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ বীরঘই গ্রাম পঞ্চায়েতের পিপলান এলাকায় একটি চায়ের দোকানে গোলমালের সূত্রপাত। তৃণমূলের অভিযোগ, রবিবার রাত দশটা নাগাদ ওই এলাকার একটি চায়ের দোকানে তৃণমূলের দলীয় প্রার্থী সহ কয়েক জন চা খাচ্ছিলেন। সেই সময় বিজেপি প্রার্থী রামকুমার দেবশর্মার নেতৃত্বে জনা কুড়ি দুষ্কৃতী হামলা চালায় তৃণমূলের কর্মীদের ওপর। হামলার ঘটনায় তিনজন জখম হয়েছেন। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে, বিজেপির জেলা সভাপতি নির্মল দাম অভিযোগ অস্বিকার করে বলেন, ‘নিজেদের কোন্দল ঢাকতে হামলার ঘটনা সাজিয়ে বিজেপির ওপর দায় চাপানো হচ্ছে। তৃণমূলের আমলে বিজেপি কর্মীরা হামলা করবে এটা মানুষ বিশ্বাস করবে না। যেহেতু বীরঘই গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি সংগঠন ভালো সেকারণে বিজেপি প্রার্থী ও কর্মীদের ওপর মিথ্যা মামলা চাপিয়ে বাড়ি ছাড়ার চেষ্টা করছে। যাতে তাঁরা ভোট প্রচার করতে না পারে।’ এদিন দুপুরে তৃণমূলের নেতাকর্মীরা রায়গঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি অভিযুক্ত বিজেপি প্রার্থী রামকুমার দেবশর্মার গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2vWxqZN
April 30, 2018 at 06:50PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন