সুরমা টাইমস ডেস্ক:: সড়ক দুর্ঘটনায় দক্ষিণ সুনামগঞ্জ থানার কনস্টেবল ইমান আলী (২০) নিহত হয়েছেন। তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কুঞ্জবন গ্রামের আব্দুল করিমের পুত্র।
সুনামগঞ্জ-সিলেট সড়কের জয়কলস আহসানমারা সেতু এলাকায় সোমবার সন্ধ্যায় কাভার্ড ভ্যানের ধাক্কায় তার মৃত্যু হয়। এ ঘটনায় থানার এএসআই মীর হোসেন (৪২) আহত হয়েছেন। তারা দুজনই দক্ষিণ সুনামগঞ্জ থানায় কর্মরত ছিলেন। দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার চৌধুরী হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, থানা থেকে এএসআই মীর হোসেন ও কনস্টেবল ইমান আলী মোটরসাইকেলে করে উপজেলার নোয়াখালি বাজারে যাচ্ছিলেন। জয়কলস আহসানমারা সেতুর কাছে পৌঁছলে সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মীর হোসেন ও ইমান আলী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে এএসআই মীর হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর আহত ইমান আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত সাড়ে ১০টার দিকে ইমান আলীর মৃত্যু হয় ।
পুলিশ কাভার্ড ভ্যান চালক সুমন মিয়া (৪০) ও তার সহকারী রিপন মিয়াকে (৩০) আটক করেছে বলে জানিয়েছেন ওসি।
from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2Hspoc7
April 24, 2018 at 06:21PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন