বিশ্বের প্রবীণতম মানুষের মৃত্যু

টোকিও, ২২ এপ্রিলঃ বিশ্বের প্রবীণতম মানুষ, জাপানি মহিলা নবি তাজিমার জীবনাবসান হয়েছে। শনিবার সন্ধ্যায় দক্ষিণ জাপানের কিকাই শহরে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাজিমার বয়স হয়েছিল ১১৭ বছর। সাত মাস আগে সেপ্টেম্বরেই বিশ্বের প্রবীণতম মানুষের সম্মান পেয়েছিলেন তাজিমা। তারপর গত জানুয়ারি থেকে তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি ছিলেন।

গিনেস বুক সূত্রে খবর, তাজিমার পরবর্তী প্রবীণতম মানুষও এক জাপানি মহিলা, চিয়িও মিয়াকো। দক্ষিণ টোকিওর বাসিন্দা মিয়াকো ১০ দিন পরেই ১১৭ বছরে পা দেবেন। এছাড়া বিশ্বের প্রবীণতম পুরুষ ১১২ বছর বয়সি ম্যাসাজো নোনাকোও জাপানের বাসিন্দা। চলতি মাসেই তিনি প্রবীণতম ব্যক্তির সম্মান পেয়েছেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Jg3QQt

April 22, 2018 at 09:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top