জিন্স, টপ পরে মন্দিরে ঢোকায় নিষেধাজ্ঞা

বেঙ্গালুরু, ১১ এপ্রিলঃ জিন্স, স্কার্ট এবং হাতকাটা টপ পরে প্রবেশ করা যাবে না মন্দিরে। সম্প্রতি বেঙ্গালুরুর আরআর নগরের শ্রী রাজারাজেশ্বরী মন্দিরের এই নির্দেশিকায় বিতর্কের ঝড় উঠেছে। এছাড়াও পোশাকবিধিতে বলা হয়েছে, মন্দিরে ঢুকতে গেলে মহিলাদের সালোয়ার কামিজ বা শাড়ি পরতে হবে। ছেলেদের আসতে হবে প্যান্ট বা ধুতি পরে। মন্দির কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, ‘আমরা চাই ভক্তরা আমাদের সংস্কৃতি মেনে চলুক’। এই মন্দিরে ঢুকতে হলে মহিলাদের শাড়ি অথবা সালোয়ার কামিজ পরতে হবে।

মন্দির ট্রাস্টের সদস্য আচার জানিয়েছেন, যে এই মন্দিরে ড্রেস কোড অনেকদিন ধরেই রয়েছে। অল্পবয়সী ছেলে-মেয়েরা যে সব পোশাক পরে মন্দিরে আসছেন, তা বন্ধ করতেই নোটিশ দিয়ে এই ড্রেস কোড আরেকবার মনে করিয়ে দেওয়া হল বলে জানিয়েছেন তিনি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Hi8vo1

April 11, 2018 at 04:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top