উন্নাও গণধর্ষণের ঘটনা নিয়ে মুখ খুললেন যোগী

লখনউ, ১৩ এপ্রিলঃ উন্নাও গণধর্ষণের ঘটনা অবশেষে মুখ খুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুক্রবার তিনি বলেন, ‘দোষীরা কোনো ভাবেই ছাড় পাবে না।’
উন্নাও গণধর্ষণে অভিযোগে উঠেছে এক বিজেপি বিধায়কের বিরুদ্ধে। যার ফলে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। অস্বস্তিতে পড়েছে যোগী সরকার। এর পরিপ্রেক্ষিতে আজ যোগী বলেছেন, এ ধরনের অপরাধ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। সরকারের এক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে।
তিনি আরও বলেন, ‘মামলার কথা জানার পরই সরকার বিষয়টি সিবিআইয়ের কাছে পাঠিয়েছে। যে ব্যক্তিই অপরাধ করে থাকুক, সে রেহাই পাবে না।’
সিবিআই ওই গণধর্ষণের ঘটনায় তিনটি পৃথক মামলা রুজু করেছে। এদিন সকালেই জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত বিধায়ককে আটক করে সিবিআই।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2GUJJL6

April 13, 2018 at 05:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top