গোয়াং, ২৭ এপ্রিলঃ এক দশক পর করমর্দন করলেন দুই কোরিয়ার রাষ্ট্রপ্রধানরা। শুক্রবার স্থানীয় সময় সকাল ৯.৩০টা নাগাদ সীমান্ত লাইন ধরে কয়েক মিনিট হেঁটে অসমারিক এলাকায় প্রথমবার প্রবেশ করলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। সেখানেই অপেক্ষা করছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন। শুধুই করমর্দন নয়, সাক্ষাতের পর রীতিমতো আপ্লুত বলেও জানালেন কিম। কিম বলেন, ‘নতুন ইতিহাসের সূচনা হল আজ। এদিন থেকেই শুরু হল শান্তির যুগ’।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2r0FgN6
April 27, 2018 at 01:43PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন