নয়াদিল্লি, ১৯ এপ্রিলঃ বেতনভোগী শ্রেণিভুক্তদের উদ্দেশ্যে সতর্কতবার্তা দিল আয়কর দপ্তর। রিটার্ন দাখিল করার সময় কোনওভাবে অবৈধ পন্থার অবলম্বন করা হলে, করদাতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এমনকী সংশ্লিষ্ট কর্মস্থলকে নির্দেশ দেওয়া হবে, অভিযুক্ত কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এই মর্মে একটি নির্দেশিকাও জারি করেছে বেঙ্গালুরু দপ্তরের সেন্ট্রাল প্রোসেসিং সেন্টার (সিপিসি)।
আয়কর জানিয়েছে, আয়ের কম উৎস দেখানো বা অতিরিক্ত কর ছাড়ের দাবি করলে বেতনভোগী করদাতারা কর খেলাপির আওতায় পড়বেন। ফলে তাঁদের বিরুদ্ধে আয়কর আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করে অভিযুক্ত করা হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Hz7Qyg
April 19, 2018 at 04:30PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন