নয়াদিল্লি, ১৩ এপ্রিলঃ ঘোষিত হল চলচ্চিত্র জাতীয় পুরস্কার। শনিবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর সম্মান দেওয়া হল প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীকে।
‘মম’ ছবির জন্য সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন শ্রীদেবী। ‘নগরকীর্তন’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ঋদ্ধি সেন। এছাড়া এই ছবিটি স্পেশাল জুরি অ্যাওয়ার্ডও পেয়েছে। সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে অসমীয়া ছবি ‘ভিলেজ রক স্টার’। সেরা হিন্দি ছবি ‘নিউটন’। সেরা অ্যাকশনধর্মী ছবি নির্বাচিত হয়েছে ‘বাহুবলী ২’। সেরা তেলুগু ছবি ও স্পেশাল এফেক্ট পুরস্কারও পেয়েছে ছবিটি। সেরা কোরিওগ্রাফির জন্য পুরস্কৃত হয়েছে ‘টয়লেট এক প্রেম কথা ছবি’র ‘গোরি তু লট্ঠ মার’ গানটি। ‘মম’ ছবির আবহ সুরের জন্য পুরস্কৃত হয়েছেন এ আর রহমান।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2qrdk4K
April 13, 2018 at 02:13PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন