কানাডার টরেন্টোতে সপ্তম বারের মতো শুরু হতে যাচ্ছে সাউথ এশিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৮। আগামী মে মাসের ১০ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব। আর এই উৎসবেই দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলের ছবির পাশাপাশি আলো ছড়াবে বাংলাদেশ ও কলকাতার ছবিও। উৎসবে এখন পর্যন্ত বাংলাদেশের দুটি ছবি প্রদর্শনীর জন্য মনোনীত হয়েছে বলে প্রতিবেদককে নিশ্চিত করেন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়ার বেঙ্গলী এফেয়ার্স-এর পরিচালক আনোয়ার আজাদ। তিনি বলেন: এশিয়ার অন্যতম বৃহৎ চলচ্চিত্র উৎসবে রূপ নিয়েছে সাউথ এশিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। যেখানে এবারও লাইন আপে আছে প্রায় দেড়শোর বেশি চলচ্চিত্র। আর এখানেই বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে দুটি ছবি। একটি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সর্বশেষ মুক্তি পাওয়া চলচ্চিত্র ডুব এবং অন্যটি নির্মাতা অরুণ চৌধুরীর প্রথম সিনেমা আলতা বানু। আরও পড়ুন: বিবাদের মরুভূমিতে শান্তির বৃষ্টি তারানা হালিম শুধু বাংলাদেশের নয়, উৎসবে কলকাতা থেকেও দেখানো হবে বেশ কয়েকটি ছবি। এরমধ্যে তালিকায় আছে, অরিন্দম শীলের আবার শবর, অতনু ঘোষের ময়ূরাক্ষী, ধ্রুব ব্যানার্জীর গুপ্তধনের সন্ধানে এবং কৌশিক গাঙ্গুলীর দৃষ্টিকোণ। এদিকে সাউথ এশিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তারকাদের মধ্যে কারা কারা লাল গালিচায় হাঁটবেন এ নিয়েও চলছে জোর প্রস্তুতি। এ বিষয়ে উৎসবের অন্যতম সদস্য আনোয়ার আজাদ বলেন: এই চলচ্চিত্র উৎসবকে ঘিরে আমরা প্রচুর মানুষের উপস্থিত প্রত্যাশা করছি। সে অনুযায়িই কাজ চলছে। আমরা শিগগির ঘোষণা করবো এবারের চলচ্চিত্র উৎসবের তারকা নির্মাতা, অভিনেতা, প্রযোজকদের নাম। যারা আমাদের চলচ্চিত্র উৎসবে উপস্থিত থেকে উৎসবটিকে সফল করবেন। সূত্র: চ্যানেল আই অনলাইন আর/০৭:১৪/০৪ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JgSJaV
April 04, 2018 at 01:58PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন