মুম্বাই, ১৫ এপ্রিল- ভারতের জনপ্রিয় কমেডি অভিনেতা রাজপাল যাদবের শখ হয়েছিল পরিচালক হওয়ার। কিন্তু এ শখ পূরণে পাঁচ কোটি টাকা ধার করে বিপাকে পড়েছেন তিনি। আদালতের রায়ে ধার পরিশোধ না করায় সস্ত্রীক দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। যাদব দম্পতির সম্পত্তি, ব্যাংক অ্যাকাউন্ট ও তার সংস্থাকে বাজেয়াফত করার নির্দেশ দিয়েছেন আদালত। জানা গেছে, ২০১০ সালে ছবি পরিচালনায় নামেন রাজপাল যাদব। এ জন্য দিল্লির ব্যবসায়ী এমজি আগরওয়ালের কাছ থেকে পাঁচ কোটি টাকা ধার নেন তিনি। আতাপাতা লাপতা নামে ছবিটি ২০১২ সালে মুক্তি পায়। কিন্তু ধার আর শোধ করেননি বলে আদালতে অভিযোগ করেন ওই ব্যবসায়ী। আরও পড়ুন: কপিলের দিন কাটছে ঘুমিয়ে ওষুধ খেয়ে পরে অভিনেতা রাজপাল যাদব, তার স্ত্রী রাধা ও একটি সংস্থাকে পাঁচ কোটি রুপি ঋণখেলাপির দায়ে দোষী সাব্যস্ত করেন দিল্লির কারকারদুমা আদালত। এ মামলায় আগামী ২৩ এপ্রিল সাজা ঘোষণা করবেন বিচারক। ২০১৩ সালে মামলার শুনানি চলাকালীন তথ্য গোপন করায় ১০ দিনের জেল হেফাজতে ছিলেন রাজপাল যাদব। ২০১৫ সালে রাজপাল আদালতে দাবি করেছিলেন, এক কোটি ৫৮ লাখ রুপি ঋণ শোধ করেছেন তিনি। বাকি টাকা ৩০ দিনের মধ্যে পরিশোধ করবেন। বলিউডে কোম্পানি, মালামাল উইকলি, হাঙ্গামা, ফির হেরাফেরি, ভুলভুলাইয়ার মতো ছবিতে অসাধারণ অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন রাজপাল যাদব। কিন্তু ছবি পরিচালনা করতে গিয়ে ফেঁসে গেলেন তিনি। সূত্র: যুগান্তর আর/১৭:১৪/১৫ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2GYY3Cu
April 15, 2018 at 11:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top