আহমেদনগর, ১৪ এপ্রিলঃ অঙ্ক না পারায় ৮ বছরের শিশুর গলায় বেত ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের আহমেদনগরের একটি সরকারি স্কুলে। ওই শিশুটির শ্বাসনালী ও খাদ্যনালী দুই-ই মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
দ্বিতীয় শ্রেণির রোহন জাঞ্জিরেকে একটি অঙ্ক দেন তার শিক্ষক চন্দ্রকান্ত সোপান শিন্ডে। অভিযোগ, অঙ্কটি করতে না পারায় রাগের মাথায় সামনে থাকা কাঠের বেত তার গলার মধ্যে ঢুকিয়ে দেন চন্দ্রকান্ত। খবর পেয়ে আসেন প্রধান শিক্ষক সহ অন্যান্যরা। সঙ্গে সঙ্গে আহত রোহনকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর তাকে পুনের হাসপাতালে পাঠানো হয়।
অভিযুক্ত শিক্ষককে সাসপেন্ড করেছে স্কুল কর্তৃপক্ষ। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রোহনের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও অভিযুক্তকে এখনও গ্রেফতার করা হয়নি। রোহনের সঙ্গে কথা বলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2GYnNPk
April 14, 2018 at 11:30AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন