গোরু পাচারের অভিযোগে দুই ব্যক্তি গ্রেফতার

রায়গঞ্জ, ২১ এপ্রিলঃ গোরু পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতারের পাশাপাশি ২৯ টি গোরুকে উদ্ধার করল রায়গঞ্জ থানার ট্রাফিক ওসি পিনাকী সরকার। শনিবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটে রায়গঞ্জের সুদর্শনপুর এলাকায়। ধৃত দুই পাচারকারীর নাম সঞ্জয় শর্মা ও সেলিম আনসারী। তাঁদের বাড়ি বিহারের সালখোয়া জেলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোরুগুলিকে বিহারের ভাগলপুর থেকে বর্ধমানের সাঁইথিয়ার নিয়ে যাওয়া হচ্ছিল। এদিন শিলিগুড়ি মোড় এলাকায় নাকা চেকিংয়ের সময় ধরা পড়ে যায় পাচারকারীসহ ২৯ টি গোরু। গোরু সহ লরিটিকে আটক করেছে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ গোরুগুলিকে রায়গঞ্জের কর্ণজোড়ায় খোঁয়াড়ে রাখার ব্যবস্থা করেছে। পুলিশ সুপার শ্যাম সিং জানান, ‘দুই গোরু পাচারকারীকে আটক করা হয়েছে। পাশাপাশি তাদের জিজ্ঞাসাবাদ চলছে।’ পুলিশ সূত্রে জানা গেছে, ওই গোরু গুলিকে মুর্শিদাবাদ  দিয়ে বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল পাচারকারীরা।

সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2K7tVmk

April 21, 2018 at 11:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top