কলকাতা, ০৮ এপ্রিল- মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এক অভিনব প্রয়াস সার্থক করতে লড়াইয়ে নামল তৃণমূল কংগ্রেস। জঙ্গলমহলের এক পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস এবার সমস্ত মহিলা প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। এবার তৃণমূল এখানে পণ করেছে, তাঁদের সমস্ত প্রার্থীকে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্পূর্ণ মহিলা পরিচালিত পঞ্চায়েত উপহার দিতে। পুরুলিয়ার মানবাজার এক নম্বর ব্লকের বিশরী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস নেতা-কর্মীদের এই উদ্যোগ এবার পঞ্চায়েতের বাজারে সুপারহিট হয়ে উঠেছে। মহিলা ব্রিগেডকে নামিয়ে এবার তৃণমূল চমক দেওয়ার আশায় রয়েছে বিশরী গ্রাম পঞ্চায়েতে। এই কেন্দ্রের বিধায়ক থেকে শুরু করে দলের ব্লক সভাপতি সকলেই মহিলা। সেই নিরিখেই এবার বিশরী পঞ্চায়েতও মহিলা পরিচালিত করার প্রয়াস তৃণমূল কংগ্রেসের। এলাকার বিধায়ক তথা মন্ত্রী সন্ধ্যারানি টুডুর কথায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন তাঁরা সব কিছু করতে পারেন। আরও পড়ুন: পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, রাজ্যের পরিস্থিতি ভয়াবহ: স্মৃতি ইরানি মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো সেই পথেই আমরা সমস্ত আসনে মহিলা প্রার্থী দিয়েছি। ৫০ শতাংশ মহিলা সংরক্ষণ থাকা সত্ত্বেও ১০০ শতাংশ মহিলা প্রার্থী দিয়ে ইতিমধ্যে রেকর্ড করে ফেলেছে বিশরী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস। এবার তাঁদের জিতিয়ে আনার চ্যালেঞ্জ নিয়েছি আমরা। উল্লেখ্য এই গ্রামের ১৩টি আসনের মধ্যে ছটি মহিলা সংরক্ষিত ছিল। তিনটি সাধারণ মহিলা, একটি তফশিলি জাতি ও দুটি উপজাতিভুক্ত মহিলা সংরক্ষিত। কিন্তু সেইসব বিচার বিশ্লেষণে না গিয়ে শুধু তফশিলি সংরক্ষিত আসনটি বিবেচনা করে সমস্ত আসনেই মহিলা প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়। আর এ নিয়ে গ্রাম পঞ্চায়েত এলাকার পুরুষ সদস্যের কোনও ক্ষোভ নেই। এক্ষেত্রে মহিলারা অনেক বেশি শৃঙ্খলাপরায়ণ বলেও প্রশংসিত হয়েছেন। সেই নিরিখেই এবার এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সুত্র: ওয়ান ইন্ডিয়া আর/১০:১৪/০৮ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2IGeTm2
April 09, 2018 at 04:57AM
09 Apr 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top