বিশ্বনাথে ব্যবসায়ীকে হত্যাকারী সুমনের সহযোগীদের গ্রেফতারের দাবিতে সভা

IMG_20180422_111212_874বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজীতে নিহত ব্যবসায়ী তাজ উদ্দীনের হত্যাকারী সুমনের সহযোগীদের গ্রেফতারের দাবিতে সভা অনুষ্ঠিত হয়েছে। নিহত তাজ উদ্দীনের নিজ এলাকা সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের ফতেহপুর কামিল মাদরাসার মাঠে শনিবার (২১এপ্রিল) সকাল ৯টায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যবসায়ী তাজ উদ্দীনের হত্যাকারী সুমনকে গ্রেফতারের ১৫দিন অতিবাহিত হওয়ার পরও হত্যাকারীর সহযোগীদের কাউকেই এখনও গ্রেফতার করতে না পারায় পুলিশের তৎপরতায় অসন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। বক্তারা বলেন, ব্যবসায়ী তাজ উদ্দীন হত্যাকান্ডের প্রধান সন্দেহভাজন ব্যক্তিবর্গ প্রকাশ্যে ঘুরাফেরা করছে। এমনকি তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্যও তাকে পুলিশ অাটক করার চেষ্টা করছে না। এতে করে মামলায় ন্যায়বিচার পাওয়ার ব্যাপারে অামরা সন্দিহান।

মোগলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম আব্দুল্লার সভাপতিত্বে ও তরুন সমাজসেবী নাজির উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- প্রবীণ মুরব্বি মনু মিয়া, আব্দুস শহিদ, মৌলভী মকবুল হোসেন, সাবেক মেম্বার উকিল আলী, ডাঃ আতিকুল হক দুদু, টুকেরবাজার হাই স্কুলের শিক্ষক মাওলানা জাকারিয়া আহমদ, অাওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন, নুর বক্স, সাইদুর রহমান, আব্দুস সাত্তার, এরাব আলী, আজিজুর রহমান, শুকুর উল্লাহ, গৌছ উদ্দিন, আব্দুল কবির, গোলাম কিবরিয়া, জাবেদ আহমদ, উলামালীগ নেতা কাজী মাওলানা সিরাজুল ইসলাম, আব্দুল হান্নান প্রমুখ।

এলাকাবাসীর ধারাবাহিক আন্দোলনের কর্মসূচীর অংশ হিসেবে আজ রোববার (২২ এপ্রিল) লামাকাজী বাস স্ট্যান্ডে নির্ধারিত প্রতিবাদ সভা পরবর্তীতে সিলেট সদর ও বিশ্বনাথ থানার জনপ্রতিনিধিদের আয়োজনের সিদ্ধান্ত সভায় গৃহিত হয়।

উল্লেখ্য, সিলেট সদর উপজেলার ফতেহপুর গ্রামের মৃত আলা উদ্দিনের পুত্র তাজ উদ্দিন (৩০) বিশ্বনাথ উপজেলার মাহতাবপুর মৎস্য আড়তের একজন ক্ষুদ্র পানের দোকানদার ছিলেন। প্রতিদিনের মতো গত ১৩ মার্চ দুপুরে মৎস্য আড়ৎ বাজারে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যান। পরদিন ১৪ মার্চ সকাল ১১টায় বিশ্বনাথের কেশবপুর গ্রামের সুরমা নদীর পশ্চিম তীরে আতাপুর ডর নামক স্থান থেকে তাজ উদ্দিনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গত ১৬ মার্চ অজ্ঞাতনামা আসামি করে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। হত্যাকান্ডের ২৩দিন পর গত ৬এপ্রিল হত্যাকারী সুমন আহমদ ও তার মাকে গ্রেফতার পুলিশ। পরদিন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে গ্রেফতারকৃত সুমন আহমদ।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2qQCRUg

April 22, 2018 at 03:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top