বেসরকারি ক্ষেত্রে জিএসটি-র আওতায় থাকছে না রি-ইমবার্সমেন্ট

নয়াদিল্লি, ১৯ এপ্রিলঃ এবার থেকে বেসরকারি ক্ষেত্রে বেতনভোগী কর্মীদের রি-ইমবার্সমেন্টের ওপর জিএসটি ধার্য করা হবে না।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাড়িভাড়া, ফোনের বিল, অতিরিক্ত স্বাস্থ্যবিমার প্রিমিয়াম, স্বাস্থ্য পরীক্ষা, গাড়ি, জিম, পেশার জন্য প্রয়োজনীয় পোশাক, বিনোদনের মতো খরচের ক্ষেত্রে রি-ইমবার্সমেন্ট জিএসটি-র আওতার বাইরে থাকছে।

অথরিটি অফ অ্যাডভান্সড বুকিং সম্প্রতি জানায়, বেসরকারি ক্ষেত্রে বেতনভোগী কর্মীদের ক্যান্টিনে খাওয়ার খরচেও ধার্য হচ্ছে জিএসটি। এটা হওয়া অনুচিত। এরপরেই শুরু হয় রি-ইমবার্সমেন্টকে জিএসটি-র বাইরে রাখার আলোচনা। আলোচনার পরই জিএসটি কাউন্সিল রি-ইমবার্সমেন্টের ওপর এই সিদ্ধান্ত নিয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HedgeW

April 19, 2018 at 06:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top