
তিনি শুক্রবার (২০এপ্রিল) বিকেলে ৩১লাখ টাকা ব্যয়ে বিশ্বনাথ উপজেলার লামাকাজী বাজার-পাকুখালী আরএইচডি রোড ভায়া মির্জারগাঁও সড়কের ৫শত মিটার পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মির্জাগাঁও গ্রামবাসী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্থানীয় ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি বরকত আলীর সভাপতিত্বে ও জাপা নেতা আব্দুল খালিক ময়নার পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক এ কে এম দুলাল। বক্তব্য রাখেন- এলাকার মুরব্বি মাওলানা আব্দুস শহিদ, ৮নং জাতীয় পার্টির সভাপতি ক্বারী বারিক মিয়া, আ’লীগ নেতা ফরিদ মিয়া, জাপা নেতা আব্দুল হাই, গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন রইছ উদ্দিন। সভার শুরুতে কোরআন তিলাওয়াত করেন ক্বারী গোলাম কিবরিয়া।
এসময় উপস্থিত ছিলেন- খাজাঞ্চী ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি উমর আলী, রামপাশা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আনোয়ার আলী, এলাকার মুরব্বি শাহজাহান মিয়া, আলী আজম, সিরাজ উদ্দিন, ফয়ছল মিয়া, মইজ উদ্দিন, আছমিন আলী, তছির উদ্দিন, মুজিবুর রহমান, মৌর আলী, মাস্টার আব্দুল কাইয়ূম, ইউসুফ আলী প্রমুখ।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2qNR7x7
April 20, 2018 at 07:07PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.