আগামী শিক্ষাবর্ষ থেকেই চালু হতে পারে ইন্ট্রিগ্রেটেড বিএড কোর্স

কলকাতা, ১৪ এপ্রিলঃ শুধু সরকারের অনুমোদনের অপেক্ষা। সেটা চলে এলে আগামী শিক্ষাবর্ষ থেকেই বিএ, বিএসসির সঙ্গেই বিএড ট্রেনিং দিতে পারবে কলেজগুলি৷ এমনই সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন৷ এই কোর্স-এর সময়সীমা চার বছর করা হয়েছে৷ উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা পাঠ্যক্রম জমা করেছি৷ অনুমোদন এসে গেলে বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলি এই ইন্ট্রিগ্রেটেড কোর্স চালু করতে পারবে৷’

কলকাতা, কল্যাণী এবং পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ১৬৯টি বিএড কলেজ নিয়ে ২০১৫ সালে তৈরি হয় এই শিক্ষক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়টি। পরে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে বিদ্যাসাগর, উত্তরবঙ্গ এবং গৌড়বঙ্গের অধীনে থাকা কলেজগুলিকে নিজেদের আওতায় নিয়ে আসার পরে বিশ্ববিদ্যালয়ের কলেজ সংখ্যা হয়েছে ৪১৬৷



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2qzcxO2

April 14, 2018 at 07:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top