এবার থেকে মেয়েদের ভরতি নিচ্ছে এই সৈনিক স্কুল

লখনউ, ২৩ এপ্রিলঃ এই প্রথম ছাত্রীদের জন্য দরজা খুলে দিল একটি সৈনিক স্কুল। ক্যাপ্টেন মনোজ কুমার পান্ডে উত্তর প্রদেশ সৈনিক স্কুল এই নজিরবিহীন পদক্ষেপ করেছে। জানা গিয়েছে, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ১৫ জন ছাত্রীকে নবম শ্রেণিতে ভরতি করা হয়েছে।

২,৫০০ ছাত্রীর মধ্যে থেকে এদের বেছে নেওয়া হয়। লিখিত পরীক্ষা হয়, তারপর সাক্ষাৎকার। এই সৈনিক স্কুলটিতে ছাত্রী ভরতির জন্য গত বছর প্রস্তাব যায় রাজ্য সরকারের কাছে। সিলমোহর মিলে গেলে মেয়েদের জন্য প্রয়োজনীয় পরিকাঠামোর ব্যবস্থা করা হয়। ছাত্রীদের থাকার জন্য খালি করে দেওয়া হয় ছেলেদের একটি হস্টেল। স্কুলের অধ্যক্ষ জানিয়েছেন, সৈনিক স্কুলে পড়ার সুযোগ পেয়ে এই মেয়েরা প্রত্যেকেই অত্যন্ত গর্বিত, তারা জীবনে বড় কিছু করার স্বপ্ন দেখে।

১৯৬০ সালে তৈরি এই স্কুলটি দেশের প্রথম সৈনিক স্কুল। এটি দেশের একমাত্র সৈনিক স্কুল যা প্রতিরক্ষা মন্ত্রকের আওতায় আসে না।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HqtP7C

April 23, 2018 at 04:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top