নব্বই পরবর্তী সময়ের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ আত্মহত্যা করেননি দাবি করে এই হত্যার আবারও বিচার চেয়েছেন তার মা নীলা চৌধুরী। বৃহস্পতিবার মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য ছিল। এদিন নীলা চৌধুরীর নেতৃত্বে সালমান শাহর ভক্তরা আদালতে মানববন্ধন করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, আমরা যেটা জানি তা হলো সালমান শাহ আত্মহত্যা করেননি। তাকে নিখুঁতভাবে এবং নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। শুধু বাংলাদেশ নয়, বিশ্ববাসী এ হত্যার বিচার চাই। প্রসঙ্গত, র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব) অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল না করায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস আগামী ২০ আগস্ট প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ। তথ্যসূত্র: বিডি প্রতিদিন আর এস/ ০৯:২২/ ২৬ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2KiIpzQ
April 26, 2018 at 10:13PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন