প্রেমিকার কথায় পথের কাঁটা সরাল নাবালক প্রেমিক

লখনউ, ১৭ এপ্রিলঃ প্রেমিকাকে মারধর করতেন বাবা। ভবিষ্যতেও মেয়ের প্রেমিকের সঙ্গে বিয়ের পথেও একমাত্র বাধা ছিলেন তিনিই। তাই পথের কাঁটা সরাতে প্রেমিকাই বাতলে দিল উপায়। সেই মতো প্রেমিকার বাবাকে খুন করল দশম শ্রেণির এক ছাত্র।

ঘটনাটি উত্তর প্রদেশের শামলির। অভিযুক্ত ছাত্র এবং তার সহযোগীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। জেরায় নিজের দোষের কথা স্বীকার করে নিয়েছে। এমনকী, খুনে ব্যবহৃত বন্দুকটিও যে প্রেমিকাই তাকে দিয়েছিল তাও জানিয়েছে ওই ছাত্র।

মৃত ব্যক্তি নাম রাকেশ। চাকরি করতেন দিল্লিতে। কয়েকদিন আগে ট্রেন থেকে নেমে বাড়ি ফেরার পথেই তাঁকে গুলি করে খুন করা হয়। তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই ছাত্র এবং তার সহযোগীকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। এই খুনের ঘটনায় আরও কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, রাকেশের ছোট মেয়ের সঙ্গে ওই ছাত্রের প্রেম ছিল। প্রেমিকার কথাতেই রাকেশকে খুন করেছে সে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HudYrK

April 17, 2018 at 07:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top