মেদিনীপুর, ২ এপ্রিলঃ আগুনে পুড়ে গেল প্রায় ১৫টি দোকান। রবিবার রাতে আগুন লাগে মেদিনীপুরের শ্রাবণী মার্কেটে । প্রায় তিন ঘণ্টার চেষ্টায় দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।
গতকাল রাতে ঝড়-বৃষ্টি চলার সময় শ্রাবণী মার্কেটে আগুন লাগে। সে সময় মার্কেটের অধিকাংশ দোকান বন্ধ ছিল। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও ক্রমশ তা ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলে। প্রথমে তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু, আগুনের তীব্রতা বেশি থাকায় আরও দুটি ইঞ্জিন আনা হয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকেই আগুন লাগে। দোকানগুলিতে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছান পৌরপ্রধান।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2q1j0RA
April 02, 2018 at 11:09AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন