সুরমা টাইমস ডেস্ক:: বাংলাদেশ থেকে গুগল, হোয়াটসঅ্যাপ, ইয়াহু, অ্যামাজন, ইউটিউব ও ফেসবুক গত ১০ বছরে অনলাইনে কত টাকা আয় করেছে এবং এই টাকার ওপরে সরকার কত শতাংশ রাজস্ব (ভ্যাট) আদায় করতে পেরেছে তা জানতে চেয়ে সরকারসহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠানোর পর এবার একটি রিট আবেদন করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্ট-এর ছয়জন আইনজীবী এ রিট আবেদনটি করেন।
রিটে একই সঙ্গে ডোমেইন এবং লাইসেন্স ক্রয় করা বাবদ কত টাকা আয় করেন তারা এবং বাংলাদেশ সরকারকে কত টাকা কর দেন তাও জানতে চাওয়া হয়েছে।
রিটের বিবাদীরা হলেন- অর্থ মন্ত্রণালয়ের সচিব, বাংলদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, আইন মন্ত্রণালয়ের সচিব, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসির চেয়ারম্যান, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, প্রথম আলোর সম্পাদক এবং বাংলাদেশ নিউজ পেপারস ওনারস অ্যাসোসিয়েশনের সভাপতি মতিউর রহমানসহ, গুগল, ফেসবুক, ইয়াহু এবং ইউটিউব কর্তৃপক্ষ।
আগামীকাল মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হতে পারে বলে বলে জাগো নিউজকে জানিয়েছেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব।
রিটকারী আইনজীবী জানান, গত (৭ই এপ্রিল) শনিবার গুগল, ফেসবুকসহ অন্যান্য ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠানগুলোর রাজস্ব ফাঁকির বিরুদ্ধে ই-মেইল ও কুরিয়ারের মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলাম সুপ্রিম কোর্ট-এর ছয়জন আইনজীবী মিলে।
২৪ ঘণ্টার মধ্যে এই নোটিশের জবাব না দেওয়াই রিট আবেদন করা হয়েছে বলেও জানান আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব।
আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব জানান, প্রযুক্তির যুগে গুগল, ফেসবুক এখন প্রাত্যহিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। ইন্টারনেট ব্যবহারকারীরা এখন সোশ্যাল মিডিয়ার প্লাটফর্মে বিজ্ঞাপন দেখতে আগ্রহী। দিন দিন এর ব্যবহার বাড়ছে। বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। এ সুযোগে বিজ্ঞাপন প্রদর্শন করে দেশ থেকে কোটি কোটি ডলার নিয়ে যাচ্ছে ইন্টারনেট সংশ্লিষ্ট বিশ্বের নামিদামি প্রতিষ্ঠানসমূহ কিন্তু সরকারকে এক টাকাও রাজস্ব দিচ্ছে না।
তিনি বলেন, প্রতি বছর কত টাকা বিজ্ঞাপন বাবদ বিদেশে পাচার হচ্ছে তার সঠিক কোনো হিসেব নেই সরকারের কোনো প্রতিষ্ঠানের কাছে। কারণ বিজ্ঞাপনদাতারা তাদের অর্থ পরিশোধ করছেন ক্রেডিট কার্ড ও অন্যান্য অনলাইন প্রযুক্তির মাধ্যমে। এর কোনো তথ্য কারো জানা নেই। কত টাকা সরকার আয় করছে আবার কত টাকা এসব কর্তৃপক্ষ নিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, এ বিষয়ে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আশু পদক্ষেপ গ্রহণের জন্য গত ৭ এপ্রিল লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলাম ছয়জন আইনজীবী। নোটিশে বেধে দেয়া ২৪ ঘণ্টা সময় অতিবাহিত হওয়ার পরেও কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ না করায় এই রিট করা হয়।
রিটকারী ছয় আইনজীবী হলেন, ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির, ব্যারিস্টার মোহাম্মদ কাউসার, অ্যাডভোকেট আবু জাফর মো. সালেহ, অপূর্ব কুমার বিশ্বাস, ব্যারিস্টার মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম ও মোহাম্মদ মাজেদুল কাদের।
রিটে,
১) গুগল, ইয়াহু, অ্যামাজন, ইউটিউব, ফেসবুক এই প্রতিষ্ঠানগুলোকে দেয়া সকল বিল হতে বাংলাদেশের আইন অনুযায়ী প্রযোজ্য রাজস্ব কর কেটে নেয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে নির্দেশনা দেয়ার জন্য হয়েছে।
২) একইসঙ্গে রাজস্ব কর আদায়ের লক্ষ্যে সুনির্দিষ্ট নির্দেশনা জারির জন্য এনবিআর চেয়ারম্যানকে নির্দেশনা দিতে বলা হয়েছে।
৩) সরকারকে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে সরকারের রাজস্ব ফাঁকির বিষয়টি সম্পূর্ণরূপে তদন্ত করা এবং বিগত ১০ বছরে সরকার যে পরিমাণ রাজস্ব ওই ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান হতে পেতে পারতো সে হিসাব করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে তা আদায়ে ব্যবস্থার জন্য নির্দেশনা দেয়ার জন্য বলা হয়েছে।
৪) গুগল, ইয়াহু, অ্যামাজন, ইউটিউব, ফেসবুক এই প্রতিষ্ঠানগুলোকে তাদের গত ১০ বছরের বকেয়া রাজস্ব বাংলাদেশ সরকারের কোষাগারে ফেরত পাঠানোর নির্দেশনা দেয়ার জন্য বলা হয় রিটে।
from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2IFVYHT
April 09, 2018 at 09:02PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন