বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: নানান বয়সের শিক্ষার্থী-অভিভাবকদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরস্থ শতবছরের প্রাচীন বিদ্যাপীঠ রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রবীন শিক্ষক অমৃত লাল দাশ। সোমবার বিকেল সাড়ে ৩টার দিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে উপজেলা পরিষদ এলাকাস্থ বাসায় তিনি মৃত্যুবরণ করেন। অমৃত স্যারের শেষকৃত্য (দাহ) সম্পন্ন করার জন্য মৃত দেহ সন্ধ্যার পর স্যারের গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার দত্তপুর গ্রামে নিয়ে যাওয়া হয়।
মৃত স্যারের মৃত্যুর সংবাদ শুনে মুহুর্তের মধ্যে উপজেলার বিভিন্ন স্থান থেকে স্যারের ছাত্র, সহকর্মী, শুভাকাঙ্খী-শুভানুন্ধ্যায়ী শেষ বারের মতো দেখতে ছুটে আসেন। এসময় এক হৃদয় বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়। দীর্ঘদিন রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার দায়িত্ব পালনকারী শিক্ষক অমৃত লাল দাশ ছিলেন নানান গুনের অধিকারী। যে কারণে তিনি ছিলেন সাবেক-বর্তমান শিক্ষার্থীদের কাছে প্রিয় একজন ব্যক্তিত্ব।
অমৃত স্যারের মৃত্যুতে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। শোক প্রকাশকারীরা হলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমির আলী চেয়ারম্যান, বিশ্বনাথ সদর ইউপির চেয়ারম্যান ছয়ফুল হক, রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম কছির, সিরাজ উদ্দিন, সাহাব উদ্দিন, প্রধান শিক্ষক আবদুল আজিজ, সহকারী প্রধান শিক্ষক আবদুল বারী, সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মানিক লাল দে, সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, সাবেক সভাপতি পিনাক চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, উপজেলা রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি অজিত কুমার পাল, সাধারণ সম্পাদক জয়ন্ত আচার্য্য, উপজেলা জন্মাষ্ঠী উদযাপন পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, বন্ধুসভার সভাপতি প্রবীর কান্তি দে, বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলী, সাধারণ সম্পাদক নবীন সোহেল, সাবেক সভাপতি কামাল মুন্না প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2JxfuHS
April 09, 2018 at 08:21PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন