সাগর ঘোষ হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

সিউড়ি, ২৭ এপ্রিলঃ সাগর ঘোষ হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হল সুব্রত রায় ও ভগীরথ ঘোষ নামে দু’জন ব্যক্তির। শুক্রবার এই রায় দেন সিউড়ি জেলা আদালতের বিচারক পার্থসারথি সেন। জানা গিয়েছে, তাদের ১ লক্ষ টাকা করে জরিমানাও করা হয়েছে।

আদালতে দাঁড়িয়ে নিজেদের নির্দোষ বলে দাবি করে দুই তৃণমূলকর্মী। উপযুক্ত তথ্যপ্রমাণের অভাবে মামলার বাকি ৬ অভিযুক্তকে বেকসুর খালাসের নির্দেশ দেন বিচারক পার্থসারথি সেন।

গত পঞ্চায়েত ভোটের সময় ২০১৩ সালের ২১ জুলাই পাড়ুইয়ে তৎ‍কালীন বিক্ষুব্ধ তৃণমূল নেতা ও পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী হৃদয় ঘোষের বাড়িতে হামলা হয়৷ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় হৃদয় ঘোষের বাবা সাগর ঘোষের৷ হাইকোর্টের নির্দেশে ২০১৪ সালে সিট গঠন করে তদন্ত শুরু হয়। সিটের তদন্তে অনাস্থা প্রকাশ করে সিবিআই তদন্তের দাবি জানায় নিহত সাগর ঘোষের পরিবার। ২০১৫-র ৭ আগস্ট সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে সিবিআই তদন্তের দাবিতে মামলা প্রত্যাহার করে নেন মৃতের ছেলে হৃদয় ঘোষ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KiCESt

April 27, 2018 at 12:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top