কলকাতা, ৭ এপ্রিল- পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই৷ পঞ্চায়েত ভোটের আগে এই রাজ্যের পরিস্থিতি ভয়াবহ৷ একজন বিজেপি কার্যকর্তা হিসেবে এই রাজ্যে এসে শুক্রবার তিনি ভয়াবহ পরিস্থিতি দেখে গেলেন৷ তিনি কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী স্মৃতি ইরানি৷ রাজ্য বিজেপির অফিসে এ দিন তিনি বলেন, আমাদের কর্মী অজিত মুর্মু খুন হলেন৷ তার পর আমরা দেখলাম রাজ্য প্রশাসনের কী ভূমিকা৷ রাজ্য সরকার আইন-শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ৷ এ দিন কলকাতায় এসেছেন বিজেপির সহ সভাপতি স্মৃতি ইরানি৷ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বিজেপি কর্মীরা রাজ্য জুড়ে পঞ্চায়েতের মনোনয়নকে ঘিরে এই হিংসার প্রতিবাদ করছেন৷ কেউ পালিয়ে যাচ্ছেন না৷ এই সাহসিকতার জন্য আমি তাঁদের কুর্নিশ করি৷ দুই এপ্রিল থেকে এ রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়েছে৷ আর, এর সঙ্গে রাজ্য জুড়ে শুরু হয়েছে হানাহানিও৷ শুক্রবার পর্যন্ত প্রাণ গিয়েছে দুই জনের৷ আগামী পয়লা, তিন এবং পাঁচ মে এ রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ হবে৷ নির্বাচনে মনোনয়ন প্রক্রিয়া শেষ হবে আগামী ন এপ্রিল৷ রাজ্যে বিভিন্ন পরীক্ষা চলায় রাজনৈতিক দলগুলি মাইক বাজিয়ে প্রচারের তেমন সুযোগই পাবে না৷ এই পরিপ্রেক্ষিতে, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর সভা রাজ্যে কবে হবে, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে৷ এ দিকে, পঞ্চায়েত ভোট নিয়ে বিজেপি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা করেছে৷ এ দিন স্মৃতি ইরানি বলেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্র স্তব্ধ৷ হিংসা-হানাহানি চলছেই৷ অমিত শাহর অতি সাম্প্রতিক একটি বিতর্কিত মন্তব্যকে নিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ওব্রায়েন টুইটে সমালোচনা করেছেন৷ এই বিষয়টি নিয়ে স্মৃতি ইরানি বলেন, আমি ডেরেকের থেকে কোনও ভালো মন্তব্য আশা করছি না৷ অজিত মুর্মু খুন নিয়ে ডেরেক কি কিছু বলবেন? আরও পড়ুন: ছিলেন মাওবাদী, মমতা-স্পর্শে হয়ে উঠলেন দায়িত্ববান পুলিশকর্মী, জঙ্গলমহলে নতুন আলো এ দিন কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানিয়েছেন, বিজেপি দেশে ২১ রাজ্যে সুশাসন দেখিয়ে দিয়েছে৷ আমেথির মানুষ রাহুল গান্ধীকে ছেড়ে দিয়েছেন৷ এ বার রাহুল গান্ধী ভাবুন কবে উনি আমেথি ছাড়বেন৷ তবে সাম্প্রতিক ভুয়ো সংবাদের বিষয়ে এ দিন তিনি বিশেষ কিছু বলেননি৷ দলীয় সাংবাদিক বৈঠকে স্মৃতি ইরানি তাঁর মন্ত্রকের বিষয়টি আনতে চাননি বলে মনে করছে ওয়াকিবহাল মহলের কোনও কোনও অংশ৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ এআর/২১:৫০/৭ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2H86Hhi
April 08, 2018 at 03:49AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
মাওবাদী হানায় মৃত তথা নিখোঁজ ৪ জনের পরিবারকে নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী
07 Oct 20200টিকলকাতা, ৭ অক্টোবর- কথা রাখলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারের ঘোষণা মতোই ঝাড়গ্রামের প্রশাসনিক সভা থেকে মাও...আরও পড়ুন »
ডেমোক্রেসির বদলে বাংলায় মমতাক্রেসি চলছে
06 Oct 20200টিকলকাতা, ৬ অক্টোবর- বিজেপি নেতা মণীশ শুক্লাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...আরও পড়ুন »
বিজেপি নেতা মণীশ খুনের ঘটনায় উত্তপ্ত পশ্চিমবঙ্গ
06 Oct 20200টিকলকাতা, ০৬ অক্টোবর- বিজেপি নেতা মণীশ শুক্ল খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হলেও উত্তপ্ত পরিস্থিতি ব...আরও পড়ুন »
বিজেপি নেতা মনীশ শুক্লার মৃত্যু ঘিরে রণক্ষেত্র বারাকপুর
05 Oct 20200টিকলকাতা, ৫ অক্টোবর- অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপির দাপুটে নেতা মণীশ শুক্লাকে খুনের ঘটনায় সোমবার সকাল থেক...আরও পড়ুন »
পশ্চিমবঙ্গে বিজেপি নেতাকে গুলি করে হত্যা
05 Oct 20200টিকলকাতা, ৫ অক্টোবর- পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের মণীশ শুক্লা নামে এক বিজেপি নেতাকে গুলি করে হত্যা করেছে ...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.