নয়াদিল্লি, ২২ এপ্রিলঃ বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম। একের পর এক রেকর্ড ছুঁয়েছে। রবিবার পেট্রোল ও ডিজেলের লিটার প্রতি দাম যথাক্রমে ৭৪ টাকা ৪০ পয়সা এবং ৬৫ টাকা ৬৫ পয়সা। মনে করা হচ্ছে খুব শীঘ্রই শহরে পেট্রোলের দাম ৮০ টাকা প্রতি লিটারে বাড়বে। দাম বৃদ্ধিতে পকেটে টান মধ্যবিত্তের। এদিন পেট্রোল ও ডিজেলের লিটার প্রতি দাম বেড়ে হয় ১৯ পয়সা।
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির ফলেই পেট্রল ডিজেলের দাম বাড়ছে বলে দাবি দেশের তেল সংস্থাগুলির। শুধু মুম্বই দিল্লি নয়, কলকাতাতেও বাড়ছে পেট্রোলের ডিজেলের দাম। দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে সবথেকে বেশি তেলের দাম ভারতে। ২০১৪-র নভেম্বর থেকে ২০১৬-র মধ্যে ন’বার শুল্ক বাড়ানো হয়েছে খনিজ তেলের ওপর।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2vwExIc
April 22, 2018 at 02:10PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন