অটোয়া, ২২ এপ্রিল- বাংলাদেশের স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হওয়ার যোগ্যতা অর্জনের স্বীকৃতি উপলক্ষে গত ১৯শে এপ্রিল অটোয়াস্থ বাংলাদেশ দূতাবাস এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাডার প্রাকিতিক সম্পদ এবং বন বিষয়ক মন্ত্রী এবং অটোয়া ভানিয়ের এবং নেপিয়ান এর সংসদ সদস্যগণ। অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক কা্নাডায় প্রবাসী বাংলাদেশি ছাড়াও উপস্থিত ছিলেন কূটনীতিক কমিউনিটির সদস্যবৃন্দ, কানাডা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাগণ ও স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বৃন্দ। আলোচনা সভায় বক্তব্য রাখেন অন্টারিও প্রদেশের মন্ত্রী নাতালি দে রসিয়ের, সংসদ সদস্য মোনা ফন্তিয়ে এবং চান্দ্রা আরিয়া। প্রবাসীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ডঃ মনজুর চৌধুরী এবং অধ্যাপক ওমর সেলিম শের। মূল আলোচনায় অংশ নেন কার্লটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এলিওট টেপার, অটোয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা নিপা ব্যানারজী, ব্যাংক অব কানাডার পরিচালক সুব্রত সরকার, ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অমিত চাকমা এবং বাংলাদেশে নিযুক্ত কানাডার সাবেক হাইকমিশনার রবার্ট ম্যাক ডূগাল। বক্তারা সকলেই এই প্রক্রিয়া তরান্বিত করনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত মিজানুর রহমান বাংলাদেশের অর্জিত সাফল্যের এক তুলনামূলক বিশ্লেষন এবং স্বাধীনতা পরবর্তী যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের ঘুরে দাঁড়াবার গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরেন। সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুরু হয় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি শীর্ষক সমবেত সঙ্গীতের মাধ্যমে এবং এর পর একে একে পরিবেশিত হয় নজরুল সঙ্গীত, দেশাত্মবোধক এবং পল্লিগীতি। অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে বাংলাদেশের ঐতিহ্যবাহী যন্ত্রসঙ্গীত বাঁশি বাদনের মাধ্যমে। এই পর্বে অংশগ্রহণ করেন শিশির শাহনেওয়াজ, ডালিয়া ইয়াসমীন, ফারহানা আহমেদ চৌধুরী এবং সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ফারহানা আহমেদ চৌধুরী এবং এর সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন হাই কমিশনের হেড অব চ্যান্সারি আলাউদ্দিন ভুঁইয়া। আর/১৭:১৪/২৩ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2qQixD0
April 23, 2018 at 11:09PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন