বক্সিরহাট, ২৯ এপ্রিলঃ রায়ডাক জঙ্গল থেকে জাতীয় সড়ক পেরিয়ে হাতি এল আটিয়ামোচর বিটের খাগড়ীবাড়ী ফরেস্টে। রবিবার সকালে স্থানীয়রা দুটি দাঁতাল হাতিকে জঙ্গলে দেখতে পেয়ে খবর পাঠায় বন দপ্তরে। এলাকায় আসেন কোচবিহারের ডিএফও বিমান কুমার বিশ্বাস, এডিএফও রাজু রায়, বক্সা রেঞ্জের ডিএফডি কল্যাণ রায়, কোচবিহারের রেঞ্জ অফিসার সুরঞ্জন সরকার প্রমুখ। বক্সিরহাট থানার পুলিশও ঘটনাস্থলে আসে। পুলিশ এসে এলাকা ঘিরেফেলে উৎসাহী জনতাকে এলাকা থেকে সরিয়ে দেয় এবং দিনভর হাতির গতিবিধির উপর নজর রাখে। এডিএফও রাজু রায় জানান, সম্ভবত বক্সার জঙ্গল থেকে লোকালয় পেরিয়ে হাতিগুলো এখানে ঢুকে থাকতে পারে।
সংবাদদাতাঃ তপন আইচ
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2r5yd5O
April 29, 2018 at 05:25PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন