শান্তিনিকেতন, ১৭ এপ্রিলঃ দীর্ঘ পাঁচ বছর পর, মে মাসের তৃতীয় সপ্তাহে সমাবর্তন অনুষ্ঠান হতে পারে বিশ্বভারতীতে। ভারপ্রাপ্ত উপাচার্য সবুজকলি সেন জানিয়েছেন, দেশিকোত্তম, অবন, গগন, রথীন্দ্রনাথ সহ বিভিন্ন পুরস্কারের জন্য প্রাথমিকভাবে শেষ নাম বাছাইও।পদমর্যাদা বলে প্রধানমন্ত্রী বিশ্বভারতীর আচার্য। কিন্তু তিনিও আসার সময় পাননি। তাই সমাবর্তন অনুষ্ঠানে যে দেশিকোত্তম, অবন-গগন ও রথীন্দ্র পুরস্কার দেওয়া হয়, সেগুলি আটকে থাকায় ক্ষোভ বাড়ছিল।
জানা গিয়েছে, দেশিকোত্তম সম্মানের জন্য সুনীতি কুমার পাঠক, বৌদ্ধশাস্ত্রে পণ্ডিত কবি গুলজার, লেখক অমিতাভ ঘোষ, দ্বিজেন মুখোপাধ্যায়, বিজ্ঞানী ও পদার্থবিদ অশোক সেন, শিল্পী যোগেন চৌধুরি এবং অভিনেতা অমিতাভ বচ্চনের নাম প্রাথমিকভাবে বিবেচিত হয়েছে। অবন গগন পুরস্কারের জন্য বিবেচিত হয়েছেন সুধীর পটবর্ধনে, সুশেন্দ্রনাথ ঘোষ, পার্থপ্রতিম দেব। রথীন্দ্র পুরস্কারের জন্য বিবেচনা করা হয়েছে সমাজসেবী রাজেশ ট্যান্ডন, বিনায়ক লোহানি, অমলেশ চৌধুরি ও কৃষিবিদ এন এন মণ্ডলের নাম।
তবে আচার্যের কাছে নাম পাঠানোর আগেই তা ঘোষণা করে দেওয়া নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2vkGgA5
April 17, 2018 at 02:39PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন