বিজেপি কর্মীকে মারধর, অভিযোগ কংগ্রেস ও সিপিএমের বিরুদ্ধে

চাঁচল, ২৭ এপ্রিলঃ প্রচারের সময় আসাদুল হক নামে এক বিজেপি কর্মীকে বেধরক মারধর ও হাত কেটে নেওয়ার অভিযোগ উঠল কংগ্রেস ও সিপিএমের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরের দৌলতপুর ২নম্বর গ্রামপঞ্চায়েতে।

জানা গিয়েছে, কয়েকমাস আগে আসাদুল ও তার স্ত্রী ফাইজুল নেহা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। এরপর ফাইজুল নেহা দৌলতপুর ২নম্বর গ্রামপঞ্চায়েতের বিজেপির প্রার্থী হন। এরপর থেকে এলাকার কংগ্রেস ও সিপিএম কর্মীরা এলাকায় তাঁর প্রভাব দেখে রাগে ফুসতে থাকে। বৃহস্পতিবার রাতে স্ত্রী ফাইজুল নেহার হয়ে স্থানীয় চায়ের দোকানে বসে প্রচার করছিল আসাদুল হক। সেই সময় তাকে কংগ্রেস ও সিপিএম-এর কর্মী সর্মথকরা মিলে লাঠি রড দিয়ে বেধরক মারধর করে। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসতেই অভিযুক্তরা পালিয়ে যায় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

সংবাদদাতাঃ বাপি কুমার দাস



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2r5vtFp

April 27, 2018 at 04:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top