নয়াদিল্লি, ১৭ এপ্রিলঃ গত কয়েকমাসে একের পর এক ব্যাংক জালিয়াতির ঘটনার প্রেক্ষিতে রিজার্ভ ব্যাংকের গভর্নর উর্জিত প্যাটেলকে সংসদীয় কমিটির পক্ষ থেকে তলব করা হয়েছে। সূত্রের খবর, আগামী ১৭ তারিখ উর্জিত প্যাটেলকে তলব করা হয়েছে। উর্জিতকে যাবতীয় ব্যাংক জালিয়াতি ও ঋণখেলাপির ঘটনার তথ্যও দিতে বলা হয়েছে।
ব্যাঙ্ক জালিয়াতি রুখতে ইতিমধ্যেই একটি খসড়া বিলও তৈরি হয়ে গিয়েছে। অর্থসচিব রাজীব কুমারের কাছে ব্যাঙ্কিং ব্যবস্থা নিয়ে একাধিক তথ্য জানতে চাওয়া হয়েছে। সেই কারণেই অর্থসচিব ১৭ মে উর্জিত প্যাটেলকে ব্যাংকিং স্কিম নিয়ে যাবতীয় তথ্য জানাতে বলা হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2J4K22x
April 17, 2018 at 07:22PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন