লন্ডন, ১২ এপ্রিল- মমিনা বেগমের গ্রামের বাড়ি সিলেটে। স্পষ্ট করে বললে সিলেটের প্রতিবেশী জেলা সুনামগঞ্জের ছাতক উপজেলার গণিপুরে। তাঁর শৈশব কেটেছে ইংল্যান্ডে, সেখানেই বেড়ে ওঠা। যুক্তরাজ্যে দীর্ঘ ১৭ বছর ধরে কাজ করে আসছেন কমিউনিটির জন্য। সেই মমিনা বেগম এবার যুক্তরাজ্যের টাওয়ার হেমলেটের এস.টি. ডানসটানস ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন। টাওয়ার হেমলেটের ইন্ডিপেন্ডেন্ট গ্রুপের পক্ষ থেকে মমিনা বেগম কাউন্সিলর নির্বাচন করছেন। আগামী ৩ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। মমিনা বেগম জানান, নির্বাচনে বিজয়ী হয়ে তিনি এস.টি. ডানসটানস ওয়ার্ডে বসবাসরত বাঙালি তথা বাংলাদেশিদের জন্য কাজ করতে চান। তিনি কমিউনিটির নিরাপত্তা রক্ষা করা, হাউজিংয়ের সুযোগ করে দেয়া এবং নারীদের শিক্ষাব্যবস্থা আরো জোরদার করার লক্ষ্যে কাজ করতে চান। নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী মমিনা বেগম সিলেটের মানুষের দোয়া চেয়েছেন। সূত্র: সিলেটভিউ আর/০৭:১৪/১২ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2qoSiTY
April 12, 2018 at 02:30PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন