নয়াদিল্লি, ২৭ এপ্রিলঃ এবার চিনে ভারতের মুখ হতে চলেছেন আমির খান। বলিউডের মিস্টার পারফেক্টসনিস্টকে চিনে ভারতের মুখ করার প্রস্তাব এসেছে দিল্লিতে। এর ফলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের উন্নতি হবে বলে আশাবাদী বেজিং।
দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে অন্য মাত্রায় নিয়ে যেতে চিনে পাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাণিজ্য থেকে সীমান্ত একাধিক বিষয়ে আলোচনা হলেও দুই রাষ্ট্রনেতার মধ্যে কোনও চুক্তি বা মউ সাক্ষর হবে না। চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়া চুং ইয়াং সংবাদমাধ্যমকে জানান, ‘আমির খান জনপ্রিয় ভারতীয় অভিনেতা। এদেশে তাঁর অভিনীত দঙ্গল ছবিটি বেশ জনপ্রিয় হয়েছে। ছবিটি নিঃসন্দেহে সবার মধ্যে একটা অনুপ্রেরণা যোগায়।’
কোনও কোনও মহলের অবশ্য দাবি, এই বলিউড সুপারস্টারকে চিনে ভারতের বাণিজ্য দূত করার প্রস্তাব দিয়েছে চিন। সেই প্রস্তাব বিবেচনা করছে ভারত। এক সর্বভারতীয় মিডিয়ায় প্রকাশ, বাণিজ্যমন্ত্রক বলিউড সুপারস্টারকে সেদেশের ব্র্যান্ড অ্যাম্বাসডর করার তোড়জোর শুরু করা হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KeJcS9
April 27, 2018 at 05:11PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন