নয়াদিল্লি, ১২ এপ্রিলঃ ট্রেকিং করতে গিয়ে মৃত্যু হল ট্রেকারের। জানা গিয়েছে, মহারাষ্ট্রের বাসিন্দা সুমিত (২৫) ইয়ুথ হস্টেল অ্যাসোসিয়েশন আয়োজিত একটি ট্রেকিং ট্যুরের সদস্য ছিলেন।
মঙ্গলবার ওই অঞ্চলে খারাপ আবহাওয়ার জেরে দল থেকে আলাদা হয়ে যান সুমিত ও আরও কয়েকজন। বুধবার দলের ক্যাম্পের কাছ থেকেই তাঁর মৃতদেহ উদ্ধার হয়। উত্তরকাশীর জেলা ডিজাস্টার ম্যানেজমেন্ট আধিকারিক দেবেন্দ্র পাটওয়াল জানিয়েছেন, তাঁদের কাছে আসা রিপোর্ট অনুযায়ী চলতি মাসের ৮ ও ৯ তারিখে ৪০ জন সদস্যের দুটি দল ট্রেকিংয়ে গিয়েছিল। ১০ এপ্রিল স্থানীয় পুলিশকে ফোন করে এক ব্যক্তি জানান যে বরফ পড়ার ফলে দলের থেকে কয়েকজন আলাদা হয়ে গেছেন। বুধবার সকালে উদ্ধারকারী দল ওই গ্রুপকে খুঁজে পান। খোঁজ মেলে সুমিত নামে ওই যুবকের মৃতদেহেরও। প্রাথমিকভাবে অনুমান তীব্র ঠান্ডাতেই মৃত্যু হয়েছে তাঁর। তবে দেহ সমতলে নামিয়ে আনার পরে তা পাঠানো হবে ময়নাতদন্তের জন্য।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Hs51N3
April 12, 2018 at 05:59PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন