পহেলা মার্চকে‘জাতীয় ভোটার দিবস’ঘোষণা……..

সুরমা টাইমস ডেস্ক::      দেশের প্রাপ্ত বয়স্ক সকল নাগরিককে ভোটার হতে এবং ভোট প্রদানে উদ্বুদ্ধ করতে প্রতি বছর ১লা মার্চকে ‘জাতীয় ভোটার দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে সরকার।

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নিয়ে এ সংক্রান্ত পরিপত্রের ‘খ’ ক্রমিকে অন্তর্ভুক্তির প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম এক ব্রিফিংয়ে বলেন, গণতন্ত্র, নির্বাচন এবং ভোটাধিকারের বিষয়ে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতেই দিবসটি পালন করা হবে।

তিনি আরো বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশগুলো অনেক আগে থেকেই এই দিবসটি পালন করে আসছে। জনসাধারণকে ভোটার হতে উদ্বুদ্ধ করতে, এখন থেকে বাংলাদেশেও দিবসটি পালন করা হবে।

প্রসঙ্গত, বছরের প্রথম দিন অথবা জুলাইয়ের ৭ তারিখকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালনের নীতিগত সিদ্ধান্ত নিয়ে মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠিয়েছিল নির্বাচন কমিশন। তবে স্বাধীনতার মাস বিবেচনায় ১লা মার্চকেই বেছে নেয়া হয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2JeJjMX

April 02, 2018 at 10:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top