চিনের সঙ্গে পাল্লা দিতে সামরিক উপগ্রহ উৎক্ষেপণের প্রস্তুতি ইসরোর

 নয়াদিল্লি, ২৩ এপ্রিলঃ দ্বিতীয় চন্দ্রাভিযানের পাশাপাশি একগুচ্ছ সামরিক উপগ্রহ উৎক্ষেপণের প্রস্তুতিও চালাচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। চন্দ্রাযান-২ উৎক্ষেপণ  করা হবে আগামী অক্টোবর মাসে। একইসঙ্গে একগুচ্ছ উপগ্রহ ছাড়ার সিদ্ধান্ত পাকা হয়ে গিয়েছে। যেমম, আগামী সেপ্টেম্বরে জিস্যাট-৭এ উপগ্রহটি ছাড়া হবে বলে ইসরো সূত্রে জানা গিয়েছে। সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, এই উপগ্রহটিকে মহাকাশে পাঠানো হবে জিএসএলভি এমকে-২ রকেট ব্যবহার করে।  এই উপগ্রহটি মূলত ‘নজরদার’ প্রকৃতির যা ভারতীয় বায়ুসেনার কাজে লাগবে। ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HmskLE

April 23, 2018 at 10:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top