ধূপগুড়ি, ৩ এপ্রিলঃ ভাইয়ের চিকিত্সার জন্যে শিশুকে অপহরণ করে বিক্রির জন্য ঝোপের মধ্যে বেঁধে রাখার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের টুকলিমারি এলাকার ঘটনা। স্থানীয় বাসিন্দারা ঝোপ থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিশুটিকে উদ্ধার করেছেন। এরপরই অভিযুক্ত যুবকের ওপর চড়াও হন স্থানীয়রা। উত্তেজিত স্থানীয় অনেকেই যুবককে বেধড়ক মারধর করেন বলেও জানা গিয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত যুবককে উদ্ধার করে। পরে থানায় নিয়ে এসে যুবককে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে।
পুলিশি জেরায় ওই যুবক জানিয়েছে, অসমের বাড়িতে থাকা নিজের ভাই রোগাক্রান্ত। তার চিকিত্সায় অনেক টাকার প্রয়োজন। সম্প্রতি এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। ওই ব্যক্তিই শিশুটিকে এক লক্ষ টাকার বিনিময়ে কিনতে চেয়েছে। সেই কারণেই অভিযুক্ত যুবক শিশুটিকে হাত-পা বেঁধে ঝোপের আড়ালে রেখে আসে।
পুলিশ জানিয়েছে, ঘটনায় এখনও শিশুর পরিবার পুলিশের কাছে লিখিতভাবে কোনো অভিযোগ করেনি। ওই যুবককে ধূপগুড়ি হাসপাতালে প্রাথমিক চিকিত্সা করানোর পর থানাতে রাখা হয়েছে। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2GvfB97
April 03, 2018 at 06:47PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন