মালদা, ২৬ এপ্রিলঃ মালদায় রাজীব শেখ (৩০) নামে এক ব্যক্তির উপর আক্রমণের অভিযোগ। বুধবার ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজবাজার ব্লকের কোতোয়ালিতে। পরিবারের দাবি, তিনি তৃণমূল কংগ্রেসের কর্মী।
গতকাল রাজীব শেখ ওই এলাকার ৬৮ নম্বর গ্রামপঞ্চায়েতের তৃণমূল প্রার্থী সুমিতা সাহার হয়ে প্রচার করছিলেন। অভিযোগ, বাড়ি ফেরার সময় সেন্টু শেখ এবং ফারুক শেখ নামে দুই কংগ্রেস কর্মী তাঁর উপর আক্রমণ করে। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। রাজীব শেখের বোন সোনা খাতুনের অভিযোগ, তাঁর দাদা তৃণমূল কংগ্রেস কর্মী। কংগ্রেসের কর্মীরা তাঁর দাদার উপর আক্রমণ করেছে। যদিও এলাকার কংগ্রেস নেতাদের দাবি, আক্রান্ত এবং আক্রমণকারী দুঃসম্পর্কের দাদা। পুরোনো জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই ঘটনা। এখন ভোটের মুখে রাজনীতির রং লাগানো হচ্ছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।
সংবাদদাতাঃ কল্লোল মজুমদার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2qZn6Ln
April 26, 2018 at 12:49PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন