নেওড়াভ্যালিতে বাঘের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে বন দপ্তর   

শিলিগুড়ি, ১৫ এপ্রিলঃ  নেওড়াভ্যালিতে থাকা রয়্যাল বেঙ্গল টাইগারের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে বন দপ্তর। কালিম্পং জেলার জাতীয় উদ্যানটিতে নতুন করে ট্র্যাপ ক্যামেরা বসানোর পাশাপাশি টহলদারি বৃদ্ধির ওপর জোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার রাজ্যের বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন বলেন, ‘উত্তরবঙ্গে আদিবাসীদের শিকার উৎসব তেমনটা নেই। কিন্তু আমরা কোনোরকম ঝুঁকি নিতে চাইছি না। বনাধিকারিকদের সতর্ক থাকতে বলা হয়েছে।’ সাম্প্রতিক কয়েকটি ঘটনায় উত্তরবঙ্গের জঙ্গলে চোরাশিকারিদের আনাগোনার বিষয়টি প্রকাশ্যে এসেছে। তাই সব মিলিয়ে জঙ্গলের নিরাপত্তা বৃদ্ধিতে জোর দিতে চাইছে বন দপ্তর।

রয়্যাল বেঙ্গল টাইগারের প্রমাণ পেতে  নেওড়াভ্যালিতে গত বছরই লাগানো হয়েছিল ট্র্যাপ ক্যামেরা। নিরাপত্তা বাড়াতে উদ্যানটিতে আরও  ট্র্যাপ ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও ১০ হাজার ৬০০ ফুট উচ্চতায় রচেলাদাড়ায় অত্যাধুনিক ক্যামেরা বসানো হবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JOgHKQ

April 15, 2018 at 10:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top