রাজ্যে মহিলা-নির্যাতন বাড়ছে, স্বীকার যোগীর  

লখনউ, ১২ এপ্রিলঃ মুখ্যমন্ত্রীর আসনে বসার পর রাজ্যে অইনশৃঙ্খলা রক্ষায় তাঁর সরকার কড়া ব্যবস্থা নেবে , এমনই প্রতিশ্রুতি দিয়ছিলেন যোগী আদিত্যনাথ। বিরোধীদের অভিযোগ, তাঁর প্রতিশ্রুতি কাজে পরিণত হয়নি। এবার সরকারও স্বীকার করেছে, গত একবছরে রাজ্যের সর্বত্র মহিলাদের প্রতি অপরাধের সংখ্যা বেড়েছে। বিধানসভায় সপা বিধায়ক নাহিদ হুসেনের এক প্রশ্নের উত্তরে শুধু  স্বীকারোক্তিই নয়, পরিসংখ্যান সহযোগে তথ্যও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। তাতে দেখা যাচ্ছে, ২০১৬-১৭ সালের তুলনায়, উত্তরপ্রদেশে মেয়েদের প্রতি হিংসা, নির্যাতন বেড়েছে ২০১৭-১৮ সালে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2ISL3e7

April 13, 2018 at 12:05AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top