বলিউডের সুপারস্টার দম্পতি ধর্মেন্দ্র ও হেমা মালিনীর বড় মেয়ে অভিনেত্রী এষা দেওল। তার দুই ভাই সানি দেওল ও ববি দেওলও বলিউডের জনপ্রিয় অভিনেতা। যদিও পরিবারের সকলেই বর্তমানে অভিনয়ে অনিয়মিত। এষার বলিউড যাত্রা শুরু হয়েছিল ২০০২ সালে। তারকা পরিবারের মেয়ে হিসেবে ক্যারিয়ারে বলার মতো কোনো সাফল্য নেই তার। ২০০২ সালে অভিষেক ছবি কই মেরে দিল সে পুছের জন্য শ্রেষ্ঠ অভিষেক অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন এষা। এরপর ২০০৫ সালে ধুম ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে আইফা অ্যাওয়ার্ড অর্জন করেছিলেন। ক্যারিয়ারে সাফল্য বলতে এই দুটো পুরস্কারই। এষার অভিনয় ক্যারিয়ার ১৪ বছরের। সময়টা একবারেই ছোট নয়। এই সময়ের মধ্যে তিনি অভিনয় করেছেন প্রায় ২৮টির মতো ছবিতে। অভিনেত্রী হিসেবে তিনি ১০-এ ৫ পাওয়ার মতো। বাবা ধর্মেন্দ্র ও মা হেমী মালিনীর মতো দ্যুতি ছড়াতে পারেননি এষা। যেটা পারেননি তার দুই ভাই সানি দেওল ও ববি দেওলও। তবে অভিষেকের বছরে সুপারস্টার ঋত্বিকের বিপরীতে না তুম জানো না হাম ছবিতে এবং ধুম সিরিজের প্রথম ছবিটিতে অল্প সময়ের জন্য পর্দায় হাজির হয়ে সমালোচকদের নজর কেড়েছিলেন। ধুম ছবিতে তার ধুম মাচালে গানটি এখনও বলিউডের সুপারহিট গানগুলোর মধ্যে একটি। ক্যারিয়ারের মধ্য গগণে এসে ২০১২ সালের ২৯ জুন প্রেমিক ভরত তাখতানিকে বিয়ে করে ফেলেন এষা। ভরত পেশায় একজন নামকরা ব্যবসায়ী। বিয়ের পর মাত্র তিন বছর অভিনয় করেছেন। ২০১৫ সালে তেলেগু ছবি মাঞ্জা-তে শেষবারের মতো দেখা গিয়েছিল তাকে। এরপরই ধীরে ধীরে অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে নেন নায়িকা। গত বছরের ২২ অক্টোবর কন্যাসন্তানের মা হন এষা। তবে হঠাৎই অভিনয় থেকে দূরে যাওয়ার কারণ ভরত তাখতানির সংসার সামলানো এবং মা হওয়াই কিনা সেটা এতদিন স্পষ্ট করে বলেননি ধর্মেন্দ্র কন্যা। অবশেষে সেই বিষয় নিয়ে মুখ খুললেন নায়িকা। সম্প্রতি একটি ভারতীয় পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে এষা বলেন, আমি জীবনে যখন যে ভূমিকা পালন করি, সেটা ভাল করে করার চেষ্টা করি। সেটা ছবি হোক বা ব্যক্তিগত জীবনে। আমি ঠিক সময়ে ঠিক মানুষকে বিয়ে করেছি। তাই গৃহবধূর মতো জীবন উপভোগ করছিলাম। বিয়ে হওয়ার পর মনে হয়েছিল পরিবারের সঙ্গেই থাকি। তারপর সন্তানের ভাবনা। আমি কোনো কিছুর পেছনে না ছুটে ঠিক সময়ে কাজ করতে চেয়েছি। আরও পড়ুন: একাধিক বিয়ে করা বাংলাদেশের নারী তারকারা নায়িকার কথাতেই পরিষ্কার, স্বামী ভরত তাখতানির সঙ্গে চুটিয়ে সংসার করা এবং মা হওয়ার ভাবনা থেকেই অভিনয় ছেড়েছিলেন তিনি। তবে নতুন বছরে এসে আবারও অভিনয়ে ফিরেছেন এষা। বড় পর্দায় নয়, রামকমল মুখোপাধ্যায় ও অভ্র চক্রবর্তীর কেকওয়াক নামের একটি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। যেটির শুটিং হয়েছে কলকাতায়। পাশাপাশি ফিচার ফিল্মে কাজ করারও ইচ্ছা আছে বলে সাক্ষাৎকারে জানান এষা। এআর/১২:০০/০৪ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2GzrM4M
April 04, 2018 at 06:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top