ঢাকা, ১৩ এপ্রিল- দীর্ঘদিন ধরেই কোচহীনতায় ভুগছে বাংলাদেশ ক্রিকেট দল। গত বছর দক্ষিণ আফ্রিকা সফরের পর দলের সাথে আর যোগ দেননি হাথুরু সিংহে। কিছুটা বিপাকে পড়লেও সামলে নিয়েছিলো ভারপ্রাপ্ত কোচ দিয়ে। ঘরের মাঠে জিম্বাবুয়ে আর শ্রীলঙ্কার সাথে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ, পরে শ্রীলঙ্কার সাথে দুই টেস্ট আর ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্বে ছিলেন সহকারী কোচ রিচার্ড হ্যালসেল। এরপর শ্রীলঙ্কায় ভারত-শ্রীলঙ্কার সাথে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের সময় দায়িত্ব দেয়া হয়েছিল দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে। এই সিরিজে ওয়ালশের হাত ধরে কিছুটা সফল হয়েছিল বাংলাদেশ দল। এরপর অবশ্য কোর্টনি ওয়ালশ বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি মনে করে আমাকে প্রধান কোচের ব্যাপারে তবে আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করবো। হাথুরুর বিদায়ের পর অনেকেই পরীক্ষা দিয়েছিলো বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব নেয়ার জন্য। তবে পাশ করতে পারেননি কেউই। চিন্তিত বিসিবি। অনেক চেষ্টা করেও হাই-প্রোফাইল কাউকে ভেড়াতে পারেনি টাইগার শিবিরে। আরও পড়ুন: আইপিএলের সেরা পাঁচে মুস্তাফিজ এসব নিয়ে উদ্বিগ্ন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আজ শুক্রবার গণমাধ্যমকে বলেন, কোর্টনি ওয়ালশ আমাদের প্রধান বোলিং কোচ। সে তার কাজ ঠিকমতো করুক। আমরা হাই-প্রোফাইল কাউকে খুঁজছি। তবে যতদিন কোচ পাব না, ততদিন তাকে দায়িত্ব দিয়েও রাখতে পারি। এছাড়াও পাপন কথা বলেন আগামী জুনে আফগানিস্তান সিরিজ সম্পর্কে। বোর্ড সভাপতি দুর্গম ভেন্যু দেরাদুন থেকে ম্যাচ অন্য কোথাও সরিয়ে নিতে চাচ্ছেন। এরই মধ্যে আফগান ক্রিকেট বোর্ডকে অনুরোধও করেছেন এই ব্যাপারে। পাপন বলেন, আমরা এ নিয়ে কথা বলেছি। দেরাদুন ঠিক আছে। তবে একটু দূরে হয়ে যায়। আমরা চাচ্ছি বেঙ্গালুরু অথবা কলকাতায় সিরিজ আয়োজন করার জন্য। সূত্র: আরটিভি অনলাইন আর/১৭:১৪/১৩ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2EKE0Bq
April 14, 2018 at 05:01AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top