কানাইঘাট সীমান্তে বিপুল পরিমাণ পাতারবিড়িসহ পিকআপ জব্দ

নিজস্ব প্রতিবেদক::       সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি জব্দ করেছে বিজিবি। সোমবার রাত ১১ টার দিকে ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের একটি টহল দল এই বিড়ি জব্দ করে। এসময় একটি মিনি পিকআপও জব্দ করে তারা। তবে এতে কাউকে আটক করা যায়নি।

বিজিবি সূত্র জানান, সিলেট সীমান্তে ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুরাইঘাট বিওপি কমান্ডার সুবেদার শেখ শহিদুর রহমানের নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানার পঞ্চাশ পাহাড় মেঘালয় চা বাগান কাঁচা রাস্তার উপর হতে মালিকানাবিহীন অবস্থায় ৩ লাখ ৫১ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি জব্দ করে। যার আনুমানিক সিজার মূল্য ১৬ লাখ ২ হাজার ৭শ টাকা।

এসময় একটি মিনি পিকআপ আটক করা হয়। বিজিবি জানায় তাদের টহল দলের উপস্থিতি আঁচ করতে পেরে চোরাকারবারীরা বিড়িগুলো ফেলে পালিয়ে যায়। তাদের খুঁজে বের করতে সাঁড়াশী অভিযান অব্যাহত রয়েছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2Hp617W

April 24, 2018 at 07:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top