মুম্বই, ১৩ এপ্রিলঃ এবছরের দাদা সাহেব ফালকে সম্মান দেওয়া হচ্ছে প্রয়াত অভিনেতা তথা রাজনীতিক বিনোদ খান্নাকে। দাদা সাহেব ফালকে হল চলচ্চিত্রে ভারতে সর্বোচ্চ পুরস্কার। ৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণার সময়েই শুক্রবার একথা জানানো হয়। মৃত্যু পরবর্তীকালীন তাঁর এই পুরস্কার দেওয়া হবে পরিবারকে।
মেরে আপনে, মেরা গাঁও মেরা দেশ, কচ্চে ধাগে, গদর, ইমতিহান, মুকাদ্দর কা সিকান্দর, ইনকার, অমর আকবর অ্যান্টনি, রাজপুত, কুরবানি, চাঁদনি, দয়াবানের মতো একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন বিনোদ খান্না। তবে শুধু হিন্দি ছবিতেই সীমাবদ্ধ থাকেনি তাঁর প্রতিভা। রাজনীতির আঙিনাতেও তিনি যথেষ্ট সক্রিয় ছিলেন। ১৯৯৮-২০০৯ সাল এবং ২০১৪-১৭ সাল পর্যন্ত তিনি গুরুদাসপুর নির্বাচনকেন্দ্রের সাংসদ ছিলেন।
২০১৭ সালের এপ্রিল মাসে দীর্ঘদিন অসুস্থতার কারণে মুম্বইয়ে ৭০ বছর বয়সে মৃত্যু হয় তাঁর।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JHzrf7
April 13, 2018 at 06:53PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন